বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আনারসের চারা বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আনারসের চারা বিতরণ 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে  ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এমডি-২ সুপারসুইট গোল্ডের জাতের আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষামূলকভাবে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  ৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ফিলিপাইনের এমডি-২ সুপারসুইট জাতের ১১ হাজার ২৫০টি আনারসের চারা বিতরণ করা হয়েছে। 

শনিবার (৬ এপ্রিল) মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি সমপ্রসারণ কার্যালয়ে সামনে এ চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার দেবাশীষ চাকমা, উপ-সহকারী কৃষি অফিসার মো. জয়নাল আবেদীন, উপ-সহকারী কৃষি অফিসার ইমন এিপুরাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আনারসের চারা প্রাপ্তরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভা ব্লকের মো. মোস্তফা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের অভ্যা ব্লকের মিলন ত্রিপুরা, গোমতি ইউনিয়নের বান্দরছড়া ব্লকের মো.আব্দুল কাদের, তাইন্দং ইউনিয়নের আচালং ব্লকের উলা অং মারমা, বড়নাল ইউনিয়নের তৈলাফাং ব্লকের আয়না বালা এিপুরা, প্রতিজনকে ২ হাজার ২৫০টি করে মোট ১১ হাজার ২৫০টি আনারসের চারা বিতরণ করা হয়েছে।

টিএইচ