খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ আসামি মো. লিটন ও নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার দিবাগত রাতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর মোড়স্থ জয়নাল আবেদীনের চা দোকানের সামনে মাটিরাঙ্গা-গোমতীগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫শ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন -মো. লিটন, মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড দক্ষিণ মুসলিম পাড়া এলাকার মো. হান্নান মিয়ার ছেলে। নুরুল হুদা বেলছড়ি ইউনিয়নের মাস্টারপাড়া ২নং ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
টিএইচ