বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৮০ জন প্রশিক্ষণার্থী নারীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইঁয়া।

এসময় মাটিরাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আলী হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আমেনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী বলেন, বর্তমান সরকারের ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদের তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইঁয়া ও অনুষ্ঠানের সভাপতি মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী প্রশিক্ষণার্থীর মধ্যে একটি করে ল্যাপটপ তুলে দেন।

টিএইচ