বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর উদ্যোগে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার অনুদান প্রদান করেছে।

চলমান অতিবৃষ্টির কারণে অত্র ব্যাটালিয়নের আওতাধীন কিছু পরিবারের ঘরবাড়িতে পানি ওঠায় খাদ্য সংকটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ব্যাটালিয়নের পক্ষ হতে বড়পাড়া এলাকায় ১৫টি পাহাড়ি পরিবারের মধ্যে ৭৫ কেজি (প্রতি পরিবার ০৫ কেজি) চাল প্রদান, ডাকবাংলা এলাকায় ২৩টি পরিবার এবং মংজয় কারবারিপাড়া এলাকায় ২২টি পরিবারসহ মোট ৬০টি পরিবারের মধ্যে শুকনা খাবার (৭৫ কেজি চাল, ৩৫ কেজি চিড়া, ৫৮ কেজি মুড়ি) বিতরণ করা হয়। এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ কদমতলী বিওপির আওতাধীন চাকমাপাড়া ও মাস্টারপাড়া এলাকার ৭০টি পরিবারের মধ্যে (৩৫ কেজি চিড়া, ৩৫ কেজি মুড়ি) এবং তাইন্দং বিওপির দায়িত্বপূর্ণ তাইন্দং এলাকার ১০টি পরিবারের মধ্যে (১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি এবং ০৫ কেজি চিনি) শুকনা খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২১ আগস্ট তবলছড়ি বিওপি কর্তৃক ১২টি পরিবারের মধ্যে শুকনা খাবার (৩৬ কেজি চিড়া, ২৪ কেজি মুড়ি এবং ২৪ কেজি চিনি) বিতরণ করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা আনুমানিক ৪৬০ জন (পাহাড়ি-২৪০ এবং বাঙালি-২২০ জন)।

টিএইচ