বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় বন্যা পরবর্তী কৃষকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় বন্যা পরবর্তী কৃষকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বন্যা পরবর্তী আমন ধানের পরিচর্যা বীজ উৎপাদন, সংরক্ষণ  ও কৃষকদের করণীয় শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বিনা গবেষণা কার্যত্রুম  শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র খাগড়াছড়ির  আয়োজনে  কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার সবুজ আলীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

এসময় ময়মনসিংহ বিনার পরিচালক ড. মো.ইকরাম -উল হক, খাগড়াছড়ি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বাছিরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. এ বি এম শফিউল আলম, খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত, খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অংসিংহ্লা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে মাটিরাঙ্গা উপজেলার  বিভিন্ন ইউনিয়নের  ৫০ জন কৃষকদের ‘বিনা’ উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাতসমূহের পরিচিতি আমন ধান ও সরিষা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

টিএইচ