গণহত্যাকারী খুনীদের বিচার ও আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তবলছড়ি চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি, ফয়েজ উল্ল্যাহ মীর, আমির হেসেন রনি, কামাল হোসেন সজিব, আদনান হাসনাত স্বাধীন প্রমুখ বক্তব্য দেন।
সাধারণ ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গুম খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে ফাঁসী কার্যকর করতে হবে।
আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত, রাষ্ট্রপতির পদত্যাগ ও আ.লীগকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিএইচ