শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে  রির্টানিং কর্মকর্তার মতবিনিময় 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে  রির্টানিং কর্মকর্তার মতবিনিময় 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে খাগড়াছড়ি ২৯৮নং আসনের  রির্টানিং কর্মকর্তার মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের সঙ্গে রির্টানিং কর্মকর্তার মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  মো. সহিদুজ্জামান। 

বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন অফিস, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনের সঙ্গে জড়িত সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য এবং জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা  পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি বলেন, যে কোন মূল্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। 

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধরসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন।

টিএইচ