খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল ২০২২-২০২৩ অর্থবছরের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন, মেধাবী গরিব শিক্ষার্থীর পড়ালেখার জন্য স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী, বাদ্যযন্ত্র, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী ২টি বিদ্যালয়ে স্কুল ব্যাগ, ত্রুীড়া সামগ্রী ক্রিকেট ব্যাট, বল, ফুটবল, হারমোনিয়াম, তবলা, বেকার যুবতীদের সেলাই মেশিন ও শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. রফিকুল ইসলাম, গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ পারভেজ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ, শিক্ষার্থী, শিক্ষক, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইউএনও বলেন, পিছিয়ে পড়া মেধাবী গরিব শিক্ষার্থীদের ভাল করে লেখাপড়া করার জন্য সদর ইউপির উন্নয়ন সহায়তা তহবিল থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল, ব্যাগ, ত্রুীড়া সামগ্রী, বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সাংস্কুতি চর্চার জন্য হারমোনিয়াম, বাদ্যযন্ত্র বেকার যুবতীদের সেলাই মেশিন, জেলা প্রশাসক ত্রাণ তহবিল থেকে শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
টিএইচ