বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক উন্মুক্ত বৈঠক 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক উন্মুক্ত বৈঠক 

বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি, সাফল্য ও অর্জন বিষয়ে জনসম্পৃক্ততার লক্ষ্যে রামগড় তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। 

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও সহকারী শিক্ষকরা।

অনুষ্ঠানে সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড বিষয়ে এবং সামপ্রদায়িকতা, গুজব, বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। 

অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন এবং   সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়।

টিএইচ