বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা, পূজামণ্ডপে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোনের আর্থ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে চিকিৎসা সহায়তা, বন্যাদুর্গত পরিবারের মধ্যে টিন বিতরণ, বিভিন্ন স্কুল ও মাদরাসার শিশুদের মধ্যে স্কুলব্যাগ ও ছাতা, অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন, সোলার এবং ৭০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও গুইমারা সিএমএইচের মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, দন্ত চিকিৎসক ক্যাপ্টেন আরিফুল ইমরান প্রায় ছয়শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, মাটিরাঙ্গা ইউএনও মো. মনজুর আলম, মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলামসহ সাংবাদিক, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

টিএইচ