বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে শান্তি, সমপ্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক কৌশিক জাহান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল প্রমুখ বক্তব্য দেন। 

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ