সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এই স্লোগানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রোববার (১৪ জুলাই) র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নীলফামারী : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা  প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মো. মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা, জেলা সির্ভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, নীলফামারী মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্র এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  সংরক্ষিত আসনের এমপি জারা জাবীন মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম, রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া,  সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।  বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল : অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বীরপ্রতীক কে এসএ মহিউদ্দিন মানিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক তানভীর হোসেন খানসহ অন্যরা। আলোচনা সভা শেষে ২১ শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

মৌলভীবাজার : জেলা প্রশাসক হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদর্শন কুমার রায়, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন, উপপরিচালক মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিজানুর রহমান শরীফ। আলোচনা সভার শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

নাটোর : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সভায় মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।

রংপুর : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি শুরু হয়ে নগরীর টাউন হল চত্বরে শেষ করে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, পিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মোত্তাকি ইবনু মিনান, রংপুর পুলিশ সুপার মো. শাহজাহান, পিপিএম (বার)। শুরুতে সূচনা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। আলোচনা শেষে মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে চিত্রাঙ্কন, রচনা,আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী রংপুরস্থ স্কুল, কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে প্রথমে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, সাটুরিয়া ইউএনও শান্তা রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম নূরুল হক, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মুন্নি আক্তার প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

টিএইচ