সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মাদকসহ কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

মাদকসহ কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার আহ্বায়ক দুরন্ত ইব্রাহিমকে  ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। চাঁদপুর ডিবি পুলিশের ওসি মো. মজিবুর রহমান গত বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দুরন্ত ইব্রাহিমকে কচুয়া পৌরসভার কড়াইয়া বিশ্বরোড-সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎতের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ গত বুধবার রাতে আটক করা হয়েছে। তিনি রাজনীতির আড়ালে দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। 

বিশ্বরোড এলাকায় অভিযান চলাকালীন তার কাছে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

কচুয়া থানার ওসি এম. এ হালিম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক দুরন্ত ইব্রাহিমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

টিএইচ