বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাদারগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টপসয়েল তোলার অভিযোগ

বিপুল মিয়া, জামালপুর  

মাদারগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টপসয়েল তোলার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জুরখালী ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ সরকারের বিরুদ্ধে ভেকু মেশিন বসিয়ে টপ সয়েল তোলে তা বিক্রি করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার বেতাগা এলাকায় সরেজমিনে গেলে এ চিত্র পাওয়া গেছে। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় ফরিদ সরকারের বিরুদ্ধে সমপ্রতি অভিযোগ করেছে এলাকার মো. ইব্রাহীম খলিল। ইব্রাহীম খলিল জুরখালী ইউনিয়নের আনসার কমান্ডারের দায়িত্বে রয়েছেন। 

ইব্রাহীম খলিল জানান, বেতাগা মৌজার ৫১নং খতিয়ানভুক্ত ৪১৩নং দাগের ১৩ শতাংশ জমি তার মা সূত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৫০ বছর যাবৎ চাষাবাদ করে আসছে। কিন্তু সেই জমি থেকে প্রভাব খাটিয়ে সাবেক চেয়ারম্যান ফরিদ সরকার ভেকু মেশিন বসিয়ে ৩ থেকে ৪ ফিট পরিমান গর্ত করে মাটি তোলে তা বিক্রি করে দিচ্ছে। তাকে কিছু বলতে গেলে মারপিট করার হুমকী দেন, জমি মালিক ইব্রাহীম খলিলকে। 

এ ব্যাপারে ফরিদ সরকার বলেন, ইব্রাহীম খলিলের জমি থেকে আমি মাটি তুলিনি, ওই জমি এলাকার লিটন মিয়ার কাছ থেকে ক্রয় করে নিয়েই আমি মাটি তোলে নিচ্ছি। এ ব্যাপারে মাদারগঞ্জ থানার এসআই কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

টিএইচ