রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মাদারীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা

মাদারীপুরে তারুণ্যের উৎস ২০২৫ উপলক্ষে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমন্বয় অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় মাদারীপুর জেলা প্রশাসক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিসিকের আঞ্চলিক পরিচালক ড. মো. আলমগীর হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ অনেকে।

টিএইচ