বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে তালাবদ্ধ ঘরে পুড়ে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে তালাবদ্ধ ঘরে পুড়ে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরের ঝিকরহাটিতে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মা ও নানি পলাতক রয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, তাদের বাড়ি শরীয়তপুরে। তারা পরিবারসহ এখানে বাসা ভাড়া নিয়ে থাকতো। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর থেকেই ওই দুই শিশুর মা ও নানি পলাতক রয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ