রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে তিন খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬৫ জনের মামলা 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে তিন খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬৫ জনের মামলা 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে একই সময় তিনজন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা মামলা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কালকিনি থানায় একটি হত্যা মামলা করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান। 

অপর একটি মামলা করেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার। দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। ওই মামলায় মোট ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬৫ জনকে। তথ্য জানিয়েছেন কালকিনি থানার ওসি মো, নুরুল আমীন। এদিকে হত্যার ঘটনায় পুরুষশূন্য হয়ে গেছে পুরো এলাকা। তবে ওই এলাকায় অতিরিক্ত মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। 

দীর্ঘদিন বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই এলাকার ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। এ ঘটনায় নিহত আক্তার শিকদারের পিতা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

 এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে। বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন। 

কালকিনি থানার ওসি মো. নুরুল আমীন বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকিদের নাম বলা যাবে না। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তিন হত্যার ঘটনার দুটি মামলা হয়েছে। এছাড়াও দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ