সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে ছাত্রজনতার বিক্ষোভ  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে ছাত্রজনতার বিক্ষোভ  

মাদারীপুরে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। গতকাল রোববার মাদারীপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারী সাব্বির খান, জাবের মাতুব্বর, কাজী বেবীকনা, সায়েঈদা হোসাইন বলেন, আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম, নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্রয়দান এবং নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ, তদবির বাণিজ্য, আন্দোলনে অংশগ্রহণ না করেও অনেকেই নিজেদের সমন্বয়ক দাবি করেছে। 

আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে শেখ রোমান, নেমাতউল্লাহ, পাভেল, হাসিব উল্লাহ, আবদুর রহিম, মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজনে জড়িত বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।

এরা সমন্বয়ক দাবি করে বিভিন্ন স্থান থেকে আর্থিক সুবিধা গ্রহণের দাবি তুলেছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আ.লীগের মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং এমপি শাজাহান খানের সঙ্গে সমন্বয়ক দাবি করা অনেকের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে তাদের পুনর্বাসন করছে এরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিয়াম আহমেদ, সিয়াম হোসেন, গালিফ খান, রাব্বি হোসেন, আলি আজগর, নাইম, নাহিদ, নীরব, ফয়সাল, আপন, আতিক, ফায়াতসহ অনেকেই। তবে এসব অনিমের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। অভিযুক্ত নেয়ামত উল্লাহ বলেন, আমরা কেউ সমন্বয়ক দাবি করি না। ওরা ভাইরাল হতে এসব মিথ্যা অভিযোগ করেছে।

টিএইচ