শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক মামলাসহ ১৫টি মামলার এজাহারভুক্ত আসামি আকাশ ফকির ও তার সহযোগী অন্তর কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৫টি মামলা রয়েছে। 

গ্রেপ্তার আকাশ মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মাছ বিক্রেতা পলটু ফকিরের ছেলে এবং অন্তর একই গ্রামের চা বিক্রেতা নূর মোহাম্মদ কবিরাজের ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই আকাশ ও অন্তর মাদারীপুরের পুরানবাজার, পাঁচখোলা, রাস্তাসহ শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা করে আসছিল। এসব ঘটনায় ক্ষুব্ধ ছিল স্থানীয়। 

গত রোববার ও সোমবার রাতে রাস্তি এলাকায় ছিনতাই করে এ চক্র। গত সোমবার রাতে রাস্তি গ্রামের লালু মালের খেয়াঘাট এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় আটক করে। পরে থানায় ফোন দিলে পুলিশএসে এদের গ্রেপ্তার করে। 

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন বলেন, আকাশের বিরুদ্ধে মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তার সহযোগী অন্তরের বিরুদ্ধেও ৫টি মামলা রয়েছে। এদের গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ