সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মাদারীপুরে ৪ সাংবাদিকের ওপর দুষ্কৃতকারীদের হামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ৪ সাংবাদিকের ওপর দুষ্কৃতকারীদের হামলা

মাদারীপুরে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধিসহ চারজন সাংবাদিকদের ওপর হামলা করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কুমার নদ দখলকারী দুষ্কৃতকারীরা। 

দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। কুমার নদ দখল করে স্থাপনা করার সংবাদ সংগ্রহ করতে একুশে টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশসহ জেলায় কর্মরত চারজন সাংবাদিক মাদারীপুরের বিসিক এলাকার স’মিল এলাকায় যায়। 

তারা নদী দখলের ভিডিও নিতে গেলে স্থানীয় মাহাবুরসহ পাঁচজনের নেতৃত্বে আরও ৮-১০ এসে কি করছি জানতে চায়। সাংবাদিকরা নদী দখলের ওপর নিউজ করার কথা বললে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ওপর হামলা চালায়। সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। 

সেই স্থান থেকে সাংবাদিকরা কৌশলে বের হয়ে এসে মাদারীপুর থানায় যায়। সেখানে মৌখিকভাবে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী লিখিত অভিযোগ করতে বললে লিখিত অভিযোগ দেয়া হয়। মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনা জেনে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

টিএইচ