মাদারীপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদ।
তিনি তার বাজেট বক্তৃতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আয় ১৩৮ কোটি পঞ্চাশ লাখ ৭ হাজার ৭শ সাইত্রিশ টাকা, ব্যয় ১৩৮ কোটি ৭ লাখ এবং ৪৩ লাখ ৭ হাজার ৭শ সাইত্রিশ টাকা উদ্বৃত্ত ঘোষণা করেন। এছাড়া করোনাকালীন দেড় লাখ নাগরিককে করোনার টিকাদানে বিডি ক্লিন ও স্কাউট সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন পৌরমেয়র।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আইয়ুব খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, প্রাক্তন শিক্ষক মহাদেব বর্মন, সাংস্কৃতিক কর্মী এনায়েত হোসেন নান্নু।
পৌরসভার আয়োজনে ও সনাকের সহযোগিতায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জল, যুবলীগের সভাপতি আতাহার সরদার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, কাউন্সিলররা, সাংবাদিক, সনাক সদস্যসহ অন্যরা।
টিএইচ