সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন রেহেনা ফেরদৌসি 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন রেহেনা ফেরদৌসি 

সমাজসেবায় বিশেষ অবদান রাখায়  মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসি। সমাজসেবী রেহানা ফেরদৌসী খাগড়াছড়ি পুনাক সভানেত্রী ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হকের স্ত্রী। 

তিনি দীর্ঘদিন সমাজের অবহেলিত দুস্থ মানুষ ও অসহায় নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। গত শুত্রুবার সাউথ এশিয়া বিজনেস পার্টনার শিপের আয়োজনে  হোটেল ৭১, বিজয়নগর ঢাকায় মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৩- এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 

সামাজিক ও মানব সেবামূলক কাজের স্বকৃতি স্বরুপ ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পদে -পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসিকে ভূষিত করা হয়। অ্যাওয়ার্ড- প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রধান আলোচক ছিলেন বিচারপতি এস.এম মুজিবুর রহমান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তিরা। 

পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী খাগড়াছড়িতে যোগদানের পর হতে জেলার বিভিন্ন উপজেলায় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, পথশিশু ও এতিমখানায় খাবার বিতরণ, শীত-বস্ত্র বিতরণ, সামাজিক ও মানব সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত আছেন। 

তিনি বলেন, এই অর্জন আমার নয়, এই অর্জন খাগড়াছড়িবাসীর যারা আমাকে মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতা করেছেন।  তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা তাকে ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’  এ ভূষিত করেছেন। 

পুনাক সভানেত্রী ব্যস্ত থাকায় তার পক্ষে তার পিতা মোস্তাফা আহমেদ ওই অ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন।

টিএইচ