হবিগঞ্জের মাধবপুরে ওরসকে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাংচুর করা হয় বিএনপির স্থানীয় একটি কার্যালয়। গত শুক্রবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অ্যাড. সাজিদুর রহমান সজল, মোশাহিদ, সাজু, সাদেক, মামুন, হূদয়, রাহুল, ইব্রাহিম, সোহেল, আবু কালাম, জামিল চৌধুরি, মনির, তানভির ও সোহান। স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর কবরস্থানের ওরস পালনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সাজিদুর রহমান সজল ও যুবদল নেতা নজরুল গাজীর লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েক দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি অফিস ভাংচুর চালানো হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি অফিস ভাঙচুরের ঘটনাটি পরস্পরকে দায়ী করছে। বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সাজিদুর রহমান সজল বলেন, তার লোকজন কোন অফিস বা ছবি ভাংচুর করেনি। অসৎ উদ্দেশ্যে নজরুল গাজীর লোকজন এটি করেছে। তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।
এদিকে যুবদল নেতা নজরুল গাজী দাবি করেন, সজলের লোকজন সদলবলে জড়ো হয়ে অতর্কিতভাবে অফিস ও দলীয় প্রধানের ছবি ভাংচুর করেছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
টিএইচ