বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন আহত 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন আহত 

হবিগঞ্জের মাধবপুরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার (৬ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহত ৫ জনের মধ্যে চালক রুবেল মিয়া (৪০), মোজাম্মেলের (২৮) অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ও মোজাম্মেলের বাড়ি আশুগঞ্জ উপজেলায়। 

অপর আহতরা হলেন, একই জেলার চালকের সহকারী রায়হান (৩০), রিফাত (১৮) ও শামীম (২৬)। মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনায় কবলিত ট্রাক থেকে ৫ জনকে উদ্ধার করে। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হক জানান, আহত ২ চালকের অবস্থা খুবই আশংকাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার (৬ আগস্ট) উপজেলার মীরনগর নামক স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও চালকের সহকারীরা গাড়িতে আটকে পড়ে গুরুতর আহত হয়। 

পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় গাড়ির লোহার বিভিন্ন অংশ কেটে তাদেরকে বের করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। 

টিএইচ