সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মানবাধিকার বিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম

চট্টগ্রাম ব্যুরো

মানবাধিকার বিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা সাইফুদ্দিন সালাম মিঠু। সমপ্রতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সভাপতি রাফাল মার্সিন ওয়াসিক ও মহাসচিব আইনুল হোসাইন তাকে এ নিয়োগ প্রদান করেন। 

মিঠু সামপ্রতিক বছরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সেরও সদস্য।

মানবাধিকার নিয়ে কাজ করার পূর্বে সাইফুদ্দিন সালাম মিঠু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

সাইফুদ্দিন সালাম মিঠু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও অ্যাপ্লাইড গনিত থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রামের পটিয়ার ভাষাসৈনিক আব্দুস সালাম ও সুফিয়া সালামের কনিষ্ঠ সন্তান।

মানবাধিকার বিষয়ক সংগঠনের দায়িত্ব পাওয়া নিয়ে সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, রাজনীতি করার সময় বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণের করুণ চিত্র সরাসরি প্রত্যক্ষ করেছি। এসব অভিজ্ঞতার প্রেক্ষিতে গত কয়েকবছর যাবত মানবাধিকার নিয়ে কাজ করছি। আশা করছি, মানবাধিকার সংরক্ষণ ও ঝুঁকি নিয়ে আমরা পুরোমাত্রায় পেশাগত দক্ষতা বজায় রেখে কাজ করব।

টিএইচ