বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মানিকছড়িতে জনতার হতে ওএমএসের পণ্য জব্দ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়িতে জনতার হতে ওএমএসের পণ্য জব্দ

সরকারি ওএমএসের খাদ্যশস্যের চাল বাজারে বিক্রির সন্দেহে খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের রহমানিয়া অটো রাইস মিলের সামনে থেকে একটি জিপগাড়িভর্তি প্রায় সাড়ে চার টন চাল স্থানীয়দের হাতে ধরা পড়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে চালগুলো ধরা পড়ে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে চালভর্তি জিপগাড়িটি (ঢাকা-ঠ ১১-৩০৫৭) পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মানিকছড়ি উপজেলার ওএমএসের ডিলার মো. মাসুদ হোসেন বাপ্পীর গোডাউন থেকে প্রায় সাড়ে চার টন চাল মানিকছড়ি বাজারের রহমানিয়া অটো রাইস মিলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা গাড়িটি আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়।

 খবর পেয়ে উপজেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা মো. কামরুল আলম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে চালভর্তি গাড়িটি মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং রাতে তিনি বাদী হয়ে একটি জিডি করেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুখী প্রীয় চাকমা জানান, টিসিবি পণ্যের সঙ্গে বিতরণের জন্য যথাসময়ে আমরা চালগুলো দুজন ওএমএস ডিলারের কাছে হস্তান্তর করি। আর ওএমএসের ডিলাররা সেগুলো টিসিবি ডিলারদের কাছে হস্তান্তর করে থাকেন।

উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তের জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকছড়ি থানার ওসি আনছারুল কমির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চালগুলো থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা প্রশাসনের তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে এ ঘটনাকে ষড়যন্ত্রমূলকভাবে সাজানো ঘটনা বলে দাবি করে ওএমএস ডিলার মো. মাসুদ হোসেন বাপ্পী জানান, গত ১ সেপ্টেম্বর মানিকছড়ির টিসিবির ডিলার ‘অর্চিতা এন্টারপ্রাইজ’ (ক্লিন্টন বড়ুয়াকে) ১০ টন ৬৮০ কেজি চাল বুঝিয়ে দেয়া হয়েছে। বাকি ছয় টন ৬৪০ কেজি আমার নিজস্ব গুদামে ছিল। বিতরণের আগেই টিসিবির নির্দিষ্ট ডিলারের পয়েন্টে পৌঁছে দেয়ার কথা থাকায় শনিবার গুদাম থেকে পাঁচ টন চাল গাড়িভর্তি করে তিনটরহী ইউনিয়নে এবং বাটনাতলী ইউনিয়নে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। 

প্রথমে তিনটহরী ইউনিয়নের দিকে গাড়ি রওনা করে মানিকছড়ি বাজারের রহমানিয়া অটো রাইস মিলের সামনে এলে গাড়ি দাঁড় করিয়ে ১নং মানিকছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম ও উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকার মো. মাইন উদ্দিন ১০ বস্তা চাল সেখানে নামিয়ে ফেলেন এবং তারা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটিয়েছেন।

১নং মানিকছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন জানান, রহমানিয়া অটো রাইস মিলের সামনে গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যাই এবং জানতে পারি এগুলো ওএমএসের ডিলার মো. মাসুদ হোসেন বাপ্পীর গুদাম থেকে আসা চাল। তিনি আরও বলেন, অভিযুক্ত বাপ্পী বাঁচার জন্য উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। গাড়ি থেকে কোনো চালের বস্তা নামাননিও বলে তিনি জানান।

টিএইচ