নওগাঁর মান্দায় ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উপকরণ বিতরণ করা হয়েছে। গত রোববার নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি থেকে উপকরণ বিতরণ করেন।
উপকরণ বিতরণের পূর্বে তিনি মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে আত্রাই নদীর বুড়িদহে মাছের অভয়াশ্রমে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় ইউএনও শাহ আলম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এরপর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও পোকা দমনের লক্ষে পরিবেশবান্ধব সেক্স হরমোন ফাঁদসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
টিএইচ