বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির পরিচিতি সভা 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির পরিচিতি সভা 

নওগাঁর মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতি (বামাশিস)-র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এস,এম এরফান আলী মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মান্দা ইউএনও মো. শাহ আলম মিয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা (বাশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট নওগাঁ জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম সেখ, বাশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব ও বাশিস নওগাঁ জেলা শাখার সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

টিএইচ