বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ইউএনওর মতবিনিময় 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ইউএনওর মতবিনিময় 

নওগাঁ মান্দায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নবাগত ইউএনও মো. শাহ আলম মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মান্দার ইউএনও মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শারমিন জাহান লুনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মান্দা, শাহ আলম সেখ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো. বেদারুল ইসলাম অধ্যক্ষ, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ, মো. আ. গফুর, রেবা আক্তার আলিম মাদ্রাসাসহ মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। 

নবাগত ইউএনও বলেন, আমি আপনাদের শিক্ষা পরিবার নিয়ে শিক্ষক ও শিক্ষার মানসহ বিদ্যালয় ভবন উন্নয়নে কাজ করতে চাই। এছাড়াও মান্দা উপজেলার বিভিন্ন উন্নয়ন করে মান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আশাবাদ ব্যক্ত করেছেন।

টিএইচ