শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মার্কিনীদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো : মেনন

লালপুর (নাটোর) প্রতিনিধি 

মার্কিনীদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো : মেনন

বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানন মেনন বলেছেন, মার্কিনীদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয় তাদের ইন্দো প্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গোপসাগারে তাদের অবস্থান নিশ্চিত করে। এজন্য নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। 

এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর শামিল। কিন্তু এদেশেরে মানুষকে সপ্তম নৌ-বহর পাঠিয়ে ভয় দেখানো যায়নি। এই মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। কারো হুকুমজারিতে নয়, এদেশের জনগণই শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। 

তিনি আরো বলেন, বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো। বিএনপি-জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা নির্বাচনী ট্রেন ফেল করবে। গত শনিবার নাটোরের লালপুরে আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য নূর আহমেদ বকুল, নাটোর জেলা ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লোকমান হোসেন বাদল, জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সাধারন সম্পাদক সুকুমার সরকার, শ্রমিক নেতা আবদুর রব, জেলা যুব মৈত্রির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। 

টিএইচ