সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
ফেনী সরকারি কলেজ 

মাস্টার্সে ভর্তির সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি

মাস্টার্সে ভর্তির সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন

ফেনী সরকারি কলেজে মাস্টার্স শেষ পর্বে কোনো বিভাগে আসন খালি না থাকায় প্রিলিমিনারি পাস করা শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারছেন না। এতে অনিশ্চিয়তার মুখে পড়েছে কলেজটির ৪৭৭ জন শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই স্নাতক চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ফেনী সরকারি কলেজের প্রিলিমিনারি শিক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্বে ভর্তির সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

মানববন্ধনে কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নুরুল করিম বলেন, প্রতিবার প্রিলির ফলাফল আগে দেয়া হয়। পরে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল দেয়া হয়। তারপর আবেদনের নোটিশ দেয়া হতো। কিন্তু এবার অনার্সের আগে ফলাফল ঘোষণা করে ভর্তির নোটিশও দিয়ে দেয়া হয়েছে। এতে প্রিলির শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে না। 

আমার বিভাগে প্রায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। আমি একজন হলে ফেনীর বাইরে গিয়ে ভর্তি হতে পারতাম। কিন্তু এ সমস্যা সব শিক্ষার্থীর। সবাইতো আর বাইরে যেতে পারবে না। আমাদের যেকোন মূল্যে ভর্তির সুযোগ করে দিতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, প্রাথমিক আবেদন করলেও কলেজের আসন খালি না থাকায় আবেদন গ্রহণ করা হচ্ছে না। এছাড়া রিলিজ স্লিপের আবেদন শুরু হলেও মেধাতালিকার জন্য তারা আবেদন করতে পারেনি। এখন চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর কোনো কলেজে আবেদন করা যাচ্ছে না। ভর্তি হতে হলে কুমিল্লা কিংবা ঢাকার কোনো কলেজে আবেদন করতে হবে তাদের।

ফেনী সরকারি কলেজ সূত্রে জানা যায়, প্রতিবছর প্রিলি ও মাস্টার্সের ভর্তি একই সঙ্গে হয়ে থাকে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি কার্যক্রম আগে শেষ করেছে। এতে নিয়মিত যারা অনার্স শেষ করেছে তারা ভর্তি হয়েছে। কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে অনার্সে ভর্তির পর। এখন কলেজের সবগুলো বিভাগের কোটা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীরা কোনো বিভাগেই আবেদন করতে পারছে না। 

এ ব্যাপারে ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেন  বলেন, শিক্ষার্থীদের বিষয়টি সমাধানে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক। এখানে শিক্ষার্থীদের ভুল নেই, তারা ফলাফল পেয়েছে দেরিতে। এজন্য আবেদন করতেই পারছে না। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমধানের চেষ্টা করছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব সহকারী অধ্যাপক ড. আলী জাফর চৌধুরী বলেন, ফেনী কলেজের যে আসন সংখ্যা সেটি সম্পন্ন হয়ে গেছে। এজন্য প্রিলিমিনারি শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না। প্রচলিত যে নিয়ম রয়েছে সেটি অনুযায়ী ভর্তি হতে হবে। আসন খালি থাকলেই কেবল ভর্তির সুযোগ মিলবে।

এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম বলেন, মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে না পারার কারণ ফেনী কলেজে আগেই আসন সম্পন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এক দফায় ভর্তি শেষ হয়েছে। এতে অনার্সের যারা আবেদন করেছে তারা ভর্তি হয়ে যাওয়াতে সিট ফাঁকা নেই। এজন্য প্রিলিমিনারির শিক্ষার্থীদের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আসন পরিপূর্ণ হয়ে যাওয়াতে প্রিলিমিনারি শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে না। তবে এখন যেহেতু বিষয়টি অবগত হয়েছি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

টিএইচ