বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মা ইলিশ ধরায় ৩ জেলে গ্রেপ্তার

চৌহালী  (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

মা ইলিশ ধরায় ৩ জেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা  নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করে নিয়মিত মামলা দিয়েছে নৌ পুলিশ । এ সময় ১৫ কেজি ইলিশ মাছ ও ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়। 

গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত নৌপুলিশের একটি দল উপজেলার যমুনা  নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

আটক জেলেরা হলেন, মো. হালিম, রেজাউল ও হাফিজুল। তারা উপজেলার বিভিন্ন চরের বাসিন্দা। 

চৌহালী  নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সামচুল ইসলাম  বলেন, অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল যার বাজার মূল্য ১৫ লাখ টাকা ও ১৫ কেজি মা ইলিশ জব্দ। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

টিএইচ