সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মা-বাবাকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান রাজিবের দায়িত্ব গ্রহণ

বরিশাল ব্যুরো  

মা-বাবাকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান রাজিবের দায়িত্ব গ্রহণ

মা-বাবাকে সঙ্গে নিয়ে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তাকে উপজেলা চত্বরে গণ সংবর্ধনা প্রদান করা হয়। সেখানেও বাবা শিল্পপতি মোহাম্মদ আলী তালুকদার ফারুক-মা সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি পারভীন তালুকদারকে নিয়ে মঞ্চে উঠে আলোড়ন সৃষ্টি করেন ৩৮ বছর বয়সী তরুণ নব নির্বাচিত চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার। 

রোববার (৯ জুন) উপজেলা চত্বরে স্থানীয় আ.লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে রাজিব আহম্মদ তালুকদার বলেন, নির্বাচন শেষ, এখন কাজ করার সময় শুরু। আপনার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন দোয়া করবেন যেন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনাদের পাশে আমি থাকতে পারি, আপনাদের খেদমত করতে পারি। 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভবনের চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিত চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার। এসময় তিনি বলেন, আমি চাই বরাদ্দের টাকার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে, উপজেলার উন্নয়ন করতে। 

টিআর-কাবিখাসহ কোন উন্নয়ন প্রকল্প থেকে আমার পকেটে এক টাকাও ঢুকবে না, সেইসঙ্গে ২/৪ টাকার হেরফের করার সুযোগও কেউ পাবে না। সবকিছু জনগণের কল্যাণে, উপজেলার উন্নয়নে ব্যয় করা হবে এবং সকল কাজের মান নিশ্চিতে শতভাগ মনিটরিং ও করা হবে। উভয় অনুষ্ঠানে পৌরমেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় আ.লীগের নেতারা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

টিএইচ