সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মিঠাপুকুরে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

মিঠাপুকুরে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত 

রংপুরের মিঠাপুকুরে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে সোহান মিয়া নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের মৃত. শাহাজাহান আলীর ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

সরেজমিনে জানা গেছে, পাইকান গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে পার্শ্ববর্তী জারুল্যাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর ওই দম্পত্তির মনোমালিন্যের সৃষ্টি হয়। তাদের পারিবারিক বিষয়টি নিয়ে গত শুক্রবার জামাই মোহাম্মদ আলীর বাড়িতে কয়েকজন লোকসহ যান মোহাম্মদ আলীর শশুর আব্দুস সালাম। 

মোহাম্মদ আলীর শশুর আব্দুস সালাম মেয়ে জামাইয়ের সঙ্গে পারিবারিক কলহের বিষয়ে আলোচনার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাই মোহাম্মদ আলীকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এসময় মোহাম্মদ আলীর চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশী সোহান মিয়া। 

সেখানে গিয়ে সোহান লোকজনের হাত থেকে মোহাম্মদ আলীকে রক্ষা করতে গেলে মোহাম্মদ আলীর শ্বশুর বাড়ি থেকে বিচারে আসা লোকজন সোহানের উপর চড়াও হয় এবং সোহানকে এলোপাথাড়ী কিল-ঘুসি মারে। এতে সোহান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নিহত সোহানের মা মর্জিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ নিহতের লাশ ময়না তদন্ত করাসহ আটক ৩ আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আটক আসামিদের জেল হাজতে পাঠানোসহ মামলার তদন্ত কাজ চলছে।

টিএইচ