বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মিরপুরে ট্রেন থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুরে ট্রেন থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া মিরপুর পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২ নভেম্বর) উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকাগামী নকশী কাঁথা কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। 

আটক আসামিরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর থানার আন্দলবাড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে হাসান মিয়া, একই এলাকার মইদুল মণ্ডলের ছেলে শাকিল হোসেন ও হামিদুল মণ্ডলের স্ত্রী হাজেরা খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিল বহনের দায়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জহির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে।

টিএইচ