সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মিরপুর পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা

কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়াম রুমে রোববার (২২ ডিসেম্বর) মিরপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় পৌর বিএনপির সভাপতি আব্দুল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা- ২ আসনের তিনবার নির্বাচিত সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। 

উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন, এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, এবারে ইচ্ছে করলেও যে কেউ পকেট কমিটি করতে পারবে না। 

তৃণমূল থেকে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটে জিতে কমিটির পদ-পদবি নিতে হবে। তিনি আরও বলেন, মিরপুর উপজেলা বিএনপির কমিটি ভেঙেছে বিভাজনের জন্য এসব বিভাজন নিরসনেই এই কমিটি ভাঙ্গা হয়েছে। জাকির হোসেন সরকার বলেন এর আগে আহ্বায়ক কমিটি দিয়ে বছরের পর বছর চালানো হয়েছে। 

এবারে আহ্বায়ক কমিটি হওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শেষে মিরপুর পৌর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। 

টিএইচ