সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে আ.লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে আ.লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পদক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-৮। 

এজাহারে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। 

সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতবছর ৮ এপ্রিল উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গাড়ি বহর নিয়ে মির্জাগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকার তিন রাস্তা মোড়ে পৌঁছলে আ.লীগ ও তার অংগ-সংগঠনের নেতাকর্মীরা গাড়ির বহরের অর্তকিত হামলা চালায়। 

এ সময় তারা আলতাফ হোসেন চৌধুরীকে বহনকারী গাড়িসহ মাইক্রোবাস ও বহরে থাকা মোটরসাইকেল ভাংচুর করে। 

এ ব্যাপারে মুঠোফোনে মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আরও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টিএইচ