বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে আ.লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

মির্জাগঞ্জে আ.লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পদক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-৮। 

এজাহারে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। 

সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতবছর ৮ এপ্রিল উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গাড়ি বহর নিয়ে মির্জাগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকার তিন রাস্তা মোড়ে পৌঁছলে আ.লীগ ও তার অংগ-সংগঠনের নেতাকর্মীরা গাড়ির বহরের অর্তকিত হামলা চালায়। 

এ সময় তারা আলতাফ হোসেন চৌধুরীকে বহনকারী গাড়িসহ মাইক্রোবাস ও বহরে থাকা মোটরসাইকেল ভাংচুর করে। 

এ ব্যাপারে মুঠোফোনে মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আরও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টিএইচ