সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাগঞ্জে ইউপি উপনির্বাচনে সেলিম মিয়া বিজয়ী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে ইউপি উপনির্বাচনে সেলিম মিয়া বিজয়ী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র-ঘোড়া প্রতীক) মো. সেলিম মিয়া ২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম স্বপন হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়া প্রয়াত চেয়ারম্যান মো. মাহাবুব আলম স্বপনের বড় ভাই। 

গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাকড়াবুনিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে ইভিএম-এ বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বেসরকারিভাবে মো. সেলিম মিয়ার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোড়া প্রতীক নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান সেলিম মিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ২৬৪ ভোট। 

এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মাস্টার (নৌকা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৫১০ ভোট।

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৬৭১ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ৮৫৮ জন। এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

টিএইচ