পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মির্জাগঞ্জ উপজেলার সব সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষকরা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদের নেতারা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমরাউল কায়েস ইমরুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. শাহাবুদ্দিন নান্নু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী, জামায়াতে ইসলামি মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মো. সিরাজুল হক ও মির্জাগঞ্জ থানার ওসি মো. শামিম আহমেদ প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে সুধীজনরা। সভা শেষে উপজেলার সুবিদখালী বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করা হয় এবং পূজা উদ্যাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
টিএইচ