বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাপুরে শিশুর মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) উপজেলার বহুরিয়া ইউনিয়নের লৌহজং নদীর ধসতিরাপাড়া এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উপজেলার বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের ছোট মেয়ে ফাতেমা (৮)। সে বহুরিয়া আদর্শ নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন মাদরাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। শিশুটির মরদেহ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে পানিতে ভেসে উঠছে।

টিএইচ