সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে থানায় অভিযোগ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে থানায় অভিযোগ 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে স্ত্রীর স্বীকৃতি না দেয়ার অভিযোগ করেছেন এক স্বামী পরিত্যাক্তা নারী। ছানোয়ার উপজেলার পৌরসভার বাইমহাটি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। সোমবার (১২ জুন) অভিযোগের বিষয়টি জানিয়েছেন থানা পুলিশ।

অভিযোগকারী নারী এই জানান, প্রায় এক বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর অভিযুক্ত ছানোয়ার হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে প্রস্তাবে রাজি হয়ে স্ত্রী হিসেবে সংসার শুরু করেন তারা। অভিযুক্ত ছানোয়ারের কথায় ওই নারী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 

যদিও ধর্মান্তরিত ও বিবাহের কাগজপত্র ছানোয়ার কৌশলে তার নিজের কাছে রেখে দিয়েছেন বলে দাবি করেন ওই নারী। ছানোয়ার তাকে স্ত্রী হিসেবে মির্জাপুর পৌরসভার বাইমহাটি শাহজাহান ও রফিক মাস্টারের বাড়িতে বাসা ভাড়া করে রাখেন। বিষয়টি ছানোয়ারের পরিবারের লোকজনও অবগত। কিন্তু হঠাও করে তার ভরণপোষন দেয়া বন্ধ করেন এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি দিবে না বলে জানান। 

অভিযুক্ত ছানোয়ার ব্যবসায়ীক কাজের কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও দাবি করেন ওই নারী। গত শনিবার ১০ জুন স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের পৌরসভার বাইমহাটি গ্রামের বাড়িতে গেলে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। 

এরপর গত রোববার থানায় গিয়ে অভিযোগ করেন ওই নারী। তিনি আরও বলেন, ন্যায় বিচারের আশায় আমি বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। ছানোয়ার আমার ওপর চাপ সৃষ্টি করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাইমহাটি কবরস্থান এলাকার শাহজাহান মিয়া জানান, গত দুই মাস পূর্বে ওই নারীকে ছানোয়ার তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। কিন্তু পরে তার প্রথম স্ত্রী এসে অভিযোগ করলে আমি ওইদিনই তাদের বাসা থেকে বের করে দেই।

অভিযুক্ত ছানোয়ার হোসেনর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সরাসরি কথা বলবেন বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে মির্জাপুর থানার সাব-ইন্সপেক্টর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ