বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মির্জাপুর পথচারীদের সুপেয় পানির ব্যবস্থা করলেন এমপি শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর পথচারীদের সুপেয় পানির ব্যবস্থা করলেন এমপি শুভ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে ৪টি স্থানে সুপেয় পানির সংকট নিরসনে সাবমার্সিবেল ও ডিপ টিউবওয়েল স্থাপন করে দিলেন টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ। গত শনিবার স্থানীয় এক নারী পথচারীর হাতে পানি তুলে দিয়ে একাজের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, এর আগে প্রচণ্ড তাবদাহে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে পৌর শহরের কয়েকটি স্থানে টিউবওয়েলে পানি না উঠায় স্থানীয় ব্যবসায়ী, পথচারীরা সুপেয় পানি সংকটে ভোগান্তিতে পড়েছিলেন। 

এনিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত ৪মে প্রেস ক্লাব মির্জাপুর, স্বর্ণকার পট্টি, থানা মোড় ও কাঁচাবাজার মোড়ে থাকা টিউবওয়েলগুলো পরিদর্শন করেন এমপি। পরিদর্শন শেষে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরকে ৭ দিনের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য নিদের্শনা দেন।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, দুই যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এদিকে সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয় একাধিক ব্যবসায়ী ও পথচারী এমপির ভূয়সী প্রশংসা করেছেন।

টিএইচ