রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

মির্জাপুর ১১ ভাটা মালিককে ৫৫ লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মির্জাপুর ১১ ভাটা মালিককে ৫৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ১১টি ইটভাটা মালিককে ৫৫ লাখ টাকা জরিমানা করেছেন। গত মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার গোড়াই, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত মেসার্স লিসান, এসবিএম, এইচবিএম, কায়েম, এইচবিবি, কলিম উদ্দিন, সান, আসাদ-মুরাদ, ছিবার উদ্দিন, মুন, আশা ব্রিকস্ প্রত্যেক ইটভাটা মালিককে ৫ লাখ টাকা করে সর্বমোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনসহ আইন শৃঙ্খলা ও ফায়ার সার্ভিসের বিভিন্ন সদস্যরা।

এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, পরিবেশ আইন না মেনে ইট পুরানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে মির্জাপুরে ১১টি ইটভাটাকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংশোধিত নতুন আইনে ইটভাটা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

টিএইচ