বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুকসুদপুরে কুমার নদ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে কুমার নদ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) উপজেলার চরপ্রসন্নদী গ্রামের কুমার নদ থেকে মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। 

কুমার নদের পূর্বদিক থেকে ভেসে আসা লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শওকত হোসেন জানান, অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরের নাভির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এখোনো পর্যন্ত তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

টিএইচ