সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মুকসুদপুরে গৃহবধূ শান্তা হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে গৃহবধূ শান্তা হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে গত ১৯ এপ্রিল শিক্ষার্থী ও গৃহবধূ শান্তা ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) ফ্রেন্ডস ফাউন্ডেশন ১৭ এবং গোবিন্দপুর এলাকাবাসীর আয়োজনে উপজেলার গোবিন্দপুর বাজারের খান্দারপাড়া-বাথানডাঙ্গা সড়কে  ঘণ্টাব্যাপী হাতে হাত রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তা ইসলামের মা ফিরোজা বেগম, চাচা বাদল ফকির, গোবিন্দপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু মুন্সি, সোহাগ শেখ প্রমুখ।  মানববন্ধন পরিচালনা করেন জয়নাল আবেদিন। 

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন এই ঘটনায় হত্যাকারী সিরাজুল ইসলাম ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানায় ও মামলার দ্রুত বিচারের জন্য মামলাটি পিবিআইর তদন্ত কামনা করেন।

টিএইচ