গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫), তার ড্রাইভারসহ হাতুড়ী পেটায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের ফারক খান মিলনায়তনের কাছে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মুকসুদপুর আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশ ২ ঘণ্টা করেছে।
ওই অবরোধের নেতৃেত্ব দিয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এই অবরোধে উভয় পাশে ৪ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট মুকসুদপুর অংশ অবরোধ করে টায়ার জ্বালিয়ে মিছিল দিতে থাকে। মুকসুদপুর থানার পুলিশ ঘণ্টা খানেক অবরোধ রাখার পরে তীব্র যানজট নিরসনে এবং নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মুকসুদপুর থানার এসআই আবদুল আজিজ শেখ এবং মুকসুদপুর আ.লীগ দপ্তর সম্পাদক আরিফুজ্জামান জানান, আড়াই টার দিকে মুকসুদপুর আ.লীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষ করে দাপ্তরিক কাজের জন্য উপজেলা পরিষদে যাওয়ার সময় ৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে।
এতে আ.লীগ সম্পাদক সাহিদুর রহমানের বাম হাত ও বাপ পায়ে ১৫ টির অধিক হাতুড়ির আঘাত করা হয়েছে। এসময় ব্যক্তিগত মাইক্রোবাস ড্রাইভার আয়নাল শেখ (৩৮) এবং সহযোগী এনামুল খান (২৫) ও আহত হয়।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ