সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মুকসুদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান 

গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরমেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এফপিও ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর প্রমুখ। 

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা সজীব দত্ত। এসময় বক্তারা বলেন, আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিয়ে প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করি।

টিএইচ