গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনস্ এ ক্লোজ করা হয়েছে। হত্যা মামলার আসামি হূদয় শেখ নামের এক যুবক গত ৮ জানুয়ারি হাতকড়া পরা অবস্থায় থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
হত্যা মামলার পালাতক ওই আসামি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।
থানা থেকে আসামি পালানোর বিষয়টি গত বুধবার সন্ধ্যার পর জানাজানি হয়। এরপর মুকসুদপুর থানার ওসি রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা প্রকাশ করেন।
২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ তারিখের কোন এক সময় আকাশ মাতুব্বর নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার আকাশ মাতুব্বর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে।
এ ঘটনায় গত বছরের ৮ মার্চ দায়ের করা মামলায় হূদয় শেখকে ২নং আসামি করেন বাদী। গত ৭ জানুয়ারি দিবাগত হূদয় শেখকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখা হয়। সেখান থেকে সে সকাল সাড়ে ৮ টার দিকে পালিয়ে যায়।
নিহত আকাশ মাতুব্বরের বাবা ও মামলার বাদী শাহা আলম মাতুব্বর বলেন, আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখে হত্যাকারীরা। গত ৭ মার্চ মুকসুদপুর উপজেলার মাহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। পলাতক হূদয় এ হত্যা মামলার ২নং আসামি।
দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমি গত রাতে হূদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সকালে থানা থেকে কি করে আসামি পালায়।
মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, আকাশ মাতুব্বর হত্যা মামলায় হূদয় শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে থানা থেকে সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তিনি আরও জানান, আসামি পালিয়ে যাবার ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের জেলা পুলিশ লাইনস্ এ ক্লোজ করা হয়েছে।
টিএইচ