বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুক্তাগাছায় কম্বাইন হারভেস্টার বিতরণ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি,

মুক্তাগাছায় কম্বাইন হারভেস্টার বিতরণ

মুক্তাগাছায় কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে কৃষক পর্যায়ে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের প্রণোদনায় কৃষক পর্যায়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের এ হারভেস্টার বিতরণ করা হয়। 

কৃষিবিদ মো. নজরুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এই হারভেস্টার বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, কৃষি অফিসার সেলিনা পারভীন, দাওগাঁ ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, খেরুয়াজানী ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, ঘোগা ইউপি চেয়ারম্যান শরীফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় কৃষকরা সরকারি প্রণোদনায় সহজ প্রক্রিয়ায় হারভেস্টার মেশিন পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

টিএইচ