শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

মুক্তাগাছায় দুর্নীতির বিরুদ্ধে তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 

মুক্তাগাছায় দুর্নীতির বিরুদ্ধে তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে দিনব্যাপী তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ তথ্যমেলা শুরু হয়। 

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন এমপি কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এমপির নেতৃত্বে র্যালিটি ডাকবাংলো মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের ৩০টি স্টল স্থান পায়। মেলার প্রথম ও দ্বিতীয় অধিবেশনে পৃথকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বৃদ্ধির লক্ষ নিয়ে ৯টি সরকারি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা অংশ নিয়ে সেবাগ্রহিতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের সরাসরি জবাব প্রদান করেন। 

অনুষ্ঠানে আলোচনা পর্বে সনাক মুক্তাগাছার সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম এমপি। প্রধান আলোচক ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। 

বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, থানার ওসি ফারুক আহমেদ প্রমুখ। মেলার দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রতিযোগিতা, গণশুনানি, আলোচনা, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

টিএইচ